Wednesday , February 26 2020
Home / bangladesh / ভারতে এল Nokia 6.2 – Kolkata24x7

ভারতে এল Nokia 6.2 – Kolkata24x7শুক্রবার ভারতে এসেছে nokia 6.2। যদিও ভারতে আসার আগেই এই ফোনকে বার্লিনের আইএফএ টেক তে আগের মাসেই সকলের সামনে আনা হয়েছিল। এই নতুন ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ, ৩৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও থাকবে পুরো এইচডি স্ক্রিন। থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরাও। এছাড়াও থাকছে ৪ জিবি র‍্যাম।

দেখে নেওয়া যাক এই ফোনের দাম

৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট এই দাম হবে ১৫,৯৯৯ টাকা। এটি আমাজনে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। এছাড়াও এই ফোন মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে। থাকছে অনেক সুবিধাও। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ক্রেতারা পাবে ক্যাশব্যাকের সুবিধাও।

ফোনের বৈশিষ্ট

এই ফোনে রয়েছে ডুয়েল সিমের সুবিধাও। তবে ন্যানো সিম হতে হবে। এতে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই। এতে থাকছে ৬.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে। গরিলা গ্লাস ৩ যার ফলে হাত থেকে অসাবধানতাবশত পরে ফোনে কোন রকম ক্ষতি হবে না। এই ফোনে থাকছে অক্তা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ এসওসি। এছার থাকছে ৪ জিবি র‍্যাম ও ৩৫০০ এমএএইচ ব্যাটারি।

এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সংগে এফ / ১.৮ অ্যাপারাচর। এছাড়াও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল শুটার ও এফ / ২.২ অ্যাপারাচর। 6.1 আগেও nokia 6.1 এ ৮ মেগাপিক্সেল এফ / ২.০ সেলফি ক্যামেরা ছিল।

এই ফোনে ইনবিল্ড মেমোরি রয়েছে ৬৪ জিবি তবে তা কার্ড দিয়ে বাড়িয়ে নেওয়া যাবে ৫১২ জিবি।।


Source link